# HS Geography Suggestions।।প্রাকৃতিক ভূগোল।।Higher Secondary Suggestions।।WBCHSE Geography Suggestions

Songs Lyrics
0

HS Geography Suggestions।।প্রাকৃতিক ভূগোল।।Higher Secondary Suggestions।।WBCHSE Geography Suggestions


GEOGRAPHY

প্রাকৃতিক ভূগোল
PART-A

• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :[প্রতিটি প্রশ্নমান-৭]


1. চিত্রসহ কার্স্ট অঞ্চলে সিঙ্কহোল, ইউভালা, পোলাজি, পাতন প্রস্তর কীভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো। পর্যায়ন বলতে কী বোঝো? 5+2


2. ভূ-গর্ভে ভৌমজলের কাজে সৃষ্ট চারটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। অ্যাকুইফার ও অ্যাকুইকুড কী? 5+2


3. চুনাপাথর অঞ্চলে নদীর কার্যে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আরোহন ও অবরোহন বলতে কী বোঝো? 5+2


4. গঠনানুসারে প্রস্রবণের সচিত্র বর্ণনা করো। ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী? 5+2


5. কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়ে সৃষ্ট ভূ-নিম্নস্ব ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। অ্যাকুইফার ও অ্যাকুইকুডের পার্থক্য লেখো। 5+2


6. উন্নতার বিচারে প্রস্রবণের শ্রেণিবিভাগ করো ও গীজারের উৎপত্তি ব্যাখ্যা করো। ক্লিস্টস ও গ্রাইক কাকে বলে? 3+2+2


7. স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের পার্থক্য লেখো। ডোলাইন ও উভালার পার্থক্য লেখো। শুষ্ক উপত্যকা কী? 3+2+2


৪. আর্টেজীয় কূপ-গঠন প্রণালী বর্ণনা করো। ভৌম জলের উৎস্যগুলো কী কী? কার্স্ট অঞ্চল গঠনের শর্তগুলি ব্যাখ্যা করো। 2+2+3


9. নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। গ্রীন ডেটা বুক ও রেড ডেটা বুক বলতে কী বোঝো? 5+2


10. জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলি লেখো। মাটি গঠনে আদি শিলার ভূমিকা লেখো। তাপমাত্রার তারতম্য অনুযায়ী উদ্ভিদের শ্রেণিবিন্যাস করো। 3+2+2


11. ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় লেখো। 4+3


12. নাতিশীতোয় ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো।গ্রীনহাউস গ্যাস বৃদ্ধির কারণ লেখো। কয়েকটি গ্রীনহাউস গ্যাসের নাম করো। 3+2+2


13. বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদের বিবরণ দাও। ওজোন অবক্ষয় কীভাবে পরিবেশকে ক্ষতি করছে লেখো। 4+3


14. উদাহরণসহ বিভিন্ন প্রকার মরুউদ্ভিদ সম্পর্কে বর্ণনা দাও। জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা লেখো। 4+3


15. মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির বর্ণনা দাও। এন্টিসল,মলিসল, এরিডিসল মাটির বৈশিষ্ট্য লেখো। 4+3


16. ওজোন স্তরের গুরুত্ব লেখো। রেগোলিথ কী ইলুভিয়েশন, এলুভিয়েশন বলতে কী বোঝো? 3+2+2


17. 'মৃত্তিকা ক্ষয় প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণেরসম্মিলিত ফল।' ব্যাখ্যা করো। জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো।


18. জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 2+2+3


19. ওজোন স্তর বিন্যাসের কারণ লেখো। ওজোন স্তর সংরক্ষণের উপায় লেখো। 3+4


20. স্বাভাবিক উদ্ভিদের উপর বৃষ্টিপাত, উন্নতা, সূর্যালোকের প্রভাব লেখো। মরুউদ্ভিদ (জাঙ্গল) লবনাম্বু উদ্ভিদের অভিযোজন লেখো। 4+3


21. ক্রান্তীয় পূর্ণবাত ও নাতিশীতোর ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এল নিনো ও লা নিনা কী? ঘূর্ণবাত ও প্রতীপ পূর্ণবাতের পার্থক্য লেখো। 3+2+2


22. মাটি সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। ইলুভিয়েশন ও অনুজিয়েশেনের পার্থক্য লেখো। আঞ্চলিক, আস্তানাবলিক ও অনাদালিক মাটির সংজ্ঞা দাও। 3+2+2




1. গঙ্গানদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত? গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত | 2. পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোন্‌টি? গ্র্যান্ড ক্যানিয়ন। 3. ভারতের উচ্চতম জলপ্রপাত কোন্‌টি? > ভরহি (Varahi) নদীর ওপর কুঞ্চিকাল জলপ্রপাত। 4. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্‌টি? ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত | 5. আঁকাবাঁকা নদীর গতিপথকে কী বলে? মিয়েন্ডার। 6. হাতপাখার মতো আকারবিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কী নামে পরিচিত? → পলল ব্যজনী | 7. নদীগঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কী? → অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 8. ফানেল আকৃতির নদীর মোহানাকে কী বলে? ● খাড়ি। 9. প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কী বলে? > কিউসেক। 10. বুদ্বুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোটো ছোটো গর্তকে কী বলে? → ক্যাভিটেশন। 11. নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়? ● সমুদ্রপৃষ্ঠ। 12. যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায়, তাকে কী বলে? ● আদর্শ নদী। 13. নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কী বলে? > কিউসেক/কিউমেক। 14. কোন্ ঘূর্ণিঝড় থেকে নিউমুর দ্বীপটি জেগে ওঠে? > ভোলা ঘূর্ণিঝড় থেকে (1970 সালে)। 15. বহির্জাত শক্তিকে কী ধরনের শক্তি বলে? ● বিনাশকারী শক্তি। 16. ঘোড়ামারা দ্বীপে কত মানুষের বাস ছিল? 2001 সালের হিসেবে 5000 জন। 17. ঘোড়ামারা দ্বীপটি কলকাতার কত দক্ষিণে অবস্থিত? • কলকাতা থেকে 92 কিমি দক্ষিণে। 18. ঘোড়ামারা, লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কী? ● সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি। 19. যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। জলবিভাজিকা। 20. আরও দুটি নিমজ্জমান দ্বীপের নাম করো। → সুপারিভাঙা এবং কাপাসগদি | 21. ভূমিরূপ বিদ্যায় ‘গ্রেড’ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ● গিলবার্ট। 22. ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? চেম্বারলিন ও সলিসবেরি। 23. বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কী? ● সূর্য। 24. আবহবিকারজাত বিচূর্ণীভূত শিলার স্থানান্তরকে কী বলে? → ক্ষয়ীভবন। 25. ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কী বলে? অবরোহণ। 26. ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্খলনকে কী বলে? ● পুঞ্জিত ক্ষয়। 27. কোন্ প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়? → পর্যায়ন। 28. পর্যায়ন কোন্ ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ? ● বহির্জাত প্রক্রিয়া | 29. ভূমির সমতলীকরণ প্রক্রিয়ার নাম কী? → পর্যায়ন। 30. মরু অঞ্চলে কোন্ ধরনের আবহবিকার বেশি হয়? ● যান্ত্রিক। 31. আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কী বলে? নগ্নীভবন। 32. কিউমেক কী? → নদীর জলপ্রবাহ মাপার একক হল কিউমেক বা কিউবিক মিটার/সেকেন্ড। 33. যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। → জলবিভাজিকা। 34. অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন্ গতিতে সৃষ্টি হয়? নিম্নগতি। প্রবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে এসে মেশে, তখন তাকে নদী বলে। উদাহরণ— গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি নদী। 2. উপনদী ও শাখানদী কাকে বলে? উদাহরণ দাও। উপনদী: প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোটো ছোটো নদী এসে মূল বা প্রধান নদীতে মিলিত হয়, এগুলিকে বলা হয় উপনদী। উদাহরণ— গঙ্গার উপনদী যমুনা। → শাখানদী: মূলনদী থেকে যেসব নদী শাখা আকারে বের হয়, সেগুলিকে বলা হয় শাখানদী । উদাহরণ— গঙ্গার শাখানদী ভাগীরথী-হুগলি | 3. আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। ● যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান পার্বত্য প্রবাহ বা উচ্চগতি, বহনকার্য প্রধান সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয়কার্য প্রধান বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ করা যায়, সেই নদীকে আদর্শ নদী বলা হয়। উদাহরণ—ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথে এই তিনটি অবস্থাই বিদ্যমান বলে গঙ্গা একটি আদর্শ নদী। 4. কার্য অনুসারে নদীর প্রবাহকে কী কী ভাগে ভাগ করা যায়? ● উৎস থেকে মোহানা পর্যন্ত নদী তার গতিপথে তিনটি কাজ করে— ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ বা সঞ্চয় | আর, এই তিন প্রকার কাজের ভিত্তিতে নদীর প্রবাহকে তিনটি ভাগে ভাগ করা যায় — ক্ষয়কার্য প্রধান উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, 2 বহনকার্য প্রধান মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং ও সঞ্চয়কার্য-প্রধান নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। 5. নদীর কাজ কী কী? > নদীর কাজ তিনটি—ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ। পার্বত্য প্রবাহ বা উচ্চগতিতে নদী প্রধানত ক্ষয়কার্য করে। তা ছাড়া, ওই অংশে নদী ক্ষয়জাত পদার্থ বহনও করে। 2 সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে নদীর প্রধান কাজ বহন। তবে এই অংশে নদী কিছু ক্ষয় (পার্শ্বক্ষয়) এবং অবক্ষেপণও করে। 3 আর বদ্বীপ প্রবাহ বা নিম্নগতিতে নদীর প্রধান কাজ সঞ্চয় | তবে এই অংশে নদী অল্প পরিমাণে বহনও করে। 6. নদীর ষষ্ঠঘাতের সূত্র কী? ● নদীবাহিত ক্ষয়জাত পদার্থের পরিমাণ নদীর গতিবেগের ষষ্ঠঘাতের সমানুপাতিক | এই সূত্রটিকে নদীর ষষ্ঠঘাতের সূত্র বলে | কোনো-একটি নদীর গতিবেগ, জলের পরিমাণ, বোঝার পরিমাণ অথবা ভূমির ঢালের বৃদ্ধির কারণে নদীর বহনক্ষমতাও ওই একই অনুপাতে বেড়ে যায়। যেমন, ঘণ্টায় কিমি বেগে প্রবাহিত নদী যে পরিমাণ বোঝা বহন করতে পারে, সেই নদী দ্বিগুণ বেগে অর্থাৎ ঘণ্টায় 4 কিমি বেগে প্রবাহিত হলে 26 = 64 গুণ বেশি পরিমাণ বোঝা বহন করতে সক্ষম হবে। 7. নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কী বোঝ? > নদী অববাহিকা: একটি নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখানদী যে অঞ্চলের জল গ্রহণ ও পরিবাহিত করে, সেই অঞ্চলকে বলা হয় সেই নদীটির অববাহিকা। > জলবিভাজিকা: কাছাকাছি অবস্থিত দুই নদী ব্যবস্থাকে যে উচ্চভূমি পৃথক করে, সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। সাধারণত পাহাড় বা পর্বত জলবিভাজিকার কাজ করে। [পর্ষদ নমুনা প্রশ্ন] নদীর উৎস অঞ্চলে ৪. ধারণ অববাহিকা কাকে বলে? হিমবাহের বরফগলা জল, ঝরনার জল অথবা বৃষ্টির জল অসংখ্য ছোটো ছোটো জলধারার আকারে প্রবাহিত হয়ে বড়ো নদী তৈরি করে। এই জলধারা-সহ মূল বা বড়ো নদীটি উৎস অঞ্চলের যে অংশের ওপর দিয়ে বয়ে যায়, সেই অঞ্চলটাকে ধারণ অববাহিকা বলে। 9. নদী উপত্যকা কাকে বলে? ● দুই উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে বলা হয় উপত্যকা। আর সেই সংকীর্ণ নিম্নভূমির মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় নদী উপত্যকা। অর্থাৎ নদী যে অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাকেই নদী উপত্যকা বলে। (10) গিরিখাত কাকে বলে? উদাহরণ দাও। ● বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদীর গতিবেগ খুব বেশি হয়। এই অংশে নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে। এর ফলে নদীখাত যথেষ্ট গভীর হয়। নদীখাত খুব গভীর ও সংকীর্ণ হতে হতে যখন ইংরেজি অক্ষর ‘V’-আকৃতির হয়, তখন তাকে বলা হয় গিরিখাত। উদাহরণ—দক্ষিণ আমেরিকার পেরুর এল ক্যানন দ্য কল্কা বিশ্বের একটি গভীরতম (3270 মি) গিরিখাত।



অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন-



......যদি কোনো ভুল থেকে থাকে তা Typing mistake এর জন্য। আমাদের কমেন্ট করে জনান আমরা সংশোধন করার চেষ্টা করবো। .........



বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ভূগোল একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় ও আবশ্যিক বিষয়। তাই এই কথা মাথায় রেখে সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা WB Primary Education Solution Portal- এর সাহায্যে ভূগোল-এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ব্যবস্থা করার চেষ্টা করবো।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
megagrid/recent