Primary Education।।Class-3।।Model Activity Task।।February 2022।।Part-2 ।।All Activity Task
Class -3
Model Activity Task 2022
February
All Subject
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
বাংলা
পূর্ণমান-১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১x৩=৩
১.১ ডাক্তারবাবুর হাতে ছিল-
(ক) চশমা (খ) ব্যাগ (গ) বই (ঘ) স্যুটকেশ
উত্তরঃ- (খ) ব্যাগ
১.২ ট্রেনে এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে-
(ক) শিয়ালদহ (খ) মেদিনীপুর (গ) কারমাটার (ঘ) বেলানগর
উত্তরঃ- (গ) কারমাটার
১.৩ 'কুলি' যে নামে নিজের পরিচয় দিয়েছিল-
(ক) বিদ্যাসাগর (খ) ঈশ্বর (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার (ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
উত্তরঃ- (ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ ১x৩=৩
২.১ ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে 'কুলি-কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন কেন?
উত্তরঃ- ডাক্তারবাবু নিজে হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ করায় তিনি কুলি কুলি বলে চিৎকার শুর করে দিলেন।
২.২ কুলি দাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল?
উত্তরঃ- কুলি দাক্তারবাবুর ব্যাগ স্টেশনের বাইরে অপেক্ষ্যারত পালকিতে তুলে দিয়েছিল।
২.৩ 'তিনি প্রতিজ্ঞা করলেন...' - ডাক্তারবাবু কি পতিজ্ঞা করলেন?
উত্তরঃ- ডাক্তারবাবু কি পতিজ্ঞা করলেন তিনি আর কখনো নিজের কাজ নিজে করতে সংকুচিত হবেন না।
৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২x৩=৬
৩.১ 'একটি ট্রেন এসে দাঁড়াল'। - এরপর কী দেখা গেল?
উত্তরঃ- 'নিজের হাতে নিজের কাজ' গল্পে ট্রেন এসে দাঁড়ানোর পর ট্রেন থেকে এক বাঙালি ডাক্তার হাতে একটি ব্যাগ নিয়ে নামলেন।
তিনি তার ব্যাগ বইতে লজ্জা বোধ করায় 'কুলি কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন।
৩.২ কুলি বললো, 'পয়সা লাগবে না' !- কেন সে এ কথা বলেছিল?
উত্তরঃ- ডাক্তারবাবু নিজের ব্যাগ নিয়ে আসুবিধায় পড়ে ছিলেন। তাই কুলি অর্থাৎ ঈশ্বরচন্দ্র শর্মা তাকে একটু সাহায্য করেছিলেন, পারিশ্রমিকের জন্য নয়। সেই কারণে তিনি পয়সা নেবেন না।
৩.৩ 'নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন'- তার চমকে ওঠায় কারণ কি?
উত্তরঃ- 'নিজের হাতে নিজের কাজ' গল্পে যে কুলির কথা বলা হয়েছে সেই কুলির নাম বর্ণপরিচয় এর স্রষ্টা ঈশ্বরচন্দ্র শর্মা। তার নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন।
৪ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখোঃ ৩
'ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হল'।
----ডাক্তারবাবু কীভাবে 'উচিত শিক্ষা' লাভ করলেন?
উত্তরঃ- 'নিজের হাতে নিজের কাজ' গল্পে এক ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে নিজের ব্যাগ নিজে বইতে আসম্মান বোধ করলে, এক কুলি কে ডাকেন। কুলিটি তার ব্যাগ পালকিতে তুলে দেওয়ার পর যখন ডাক্তারের কাছে থেকে পয়সা নিতে অস্বীকার করল তখন ডাক্তারবাবু জানতে পারলেন কুলিটির নাম ঈশ্বরচন্দ্র শর্মা। এবং তিনি শুধুমাত্র ডাক্তারবাবুকে সাহায্য করার জন্যই ব্যাগটি তুলেছিলেন, একথা শুনে ডাক্তারবাবু লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। এবং তার উচিত শিক্ষা হলো।
Model Activity Task
Class-III
English
Full Marks-15
Read the passage carefully and answer the following question:
Animals like cows, goats, sheep and horses eat grass and plants. Dogs eat meat, fish and even rice and bread.
We call a baby dog a puppy. The baby cat is called a kitten. A calf is the baby of a cow and a colt is the baby of a horse. The baby sheep is called a lamp while the baby goat called is a kid. The baby duck is called a duckling and the baby hen called a chick.
The sounds of the animals are varied as well. Dogs bark, cats mew, cows moo, sheep bleat, donkeys bray and horse neigh. All there are different in nature. But they are our friends.
Activity-1
Complete the following sentences with information from the text: 1x3=3
(a) All animals _________________.
Ans:- dark water.
(b)The baby cat is______________.
Ans:- Called a kitten.
(c) All these are animals are____________.
Ans:- different in nature.
Activity-2
Write (T) for true and (F) for false statements in the given boxes: 1x4=4
(a) Cows eat grass. [T]
(b) All animals make same sound. [F]
(c) A baby hen is called kid. [F]
(d) Dogs moo. [F]
Activity-3
Write the name of babies of the animals. 2x2=4
(a) cat :
Ans:- kitten
(b) sheep :
Ans:- lamb
Activity-4
Write four sentences about a cow.
Ans:- A cow is the most useful of all domestic animals. It is very gentle in nature. We keep cows in our house for milk. It has two ears, two eyes, two horns and a long tail.
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
গণিত
পূর্ণমান-১৫
নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ ১x২=২
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ
(ক) বল দেখে সংখ্যা দুটির যোগফল হলো-
(a) ১৬ (b)৭৯ (c) ৮৮ (d) ৯৭
উত্তরঃ- (b)৭৯
(খ) ৩০৪ সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হল-
(a) ০৩৪ (b) ৪০৩ (c) ৪৩০ (d) ৩৪০
উত্তরঃ- (d) ৩৪০
২। সত্য/মিথ্যা লেখোঃ ১x২=২
(ক) চারশো চব্বিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয় ২৪৪। [মিথ্যা]
(খ) ৯৯ + ১ সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়।[সত্য]
৩। (ক) চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে ১১৯ সংখ্যাটিকে প্রকাশ করো। ৫
উত্তরঃ- (খ) চারশো ত্রিশ সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা লেখো। ৩
দশকের কাঠিতে থাকবে- ৩ টি পুঁতি।
একক এর কাঠিতে একটিও পুঁতি থাকবে না।
(গ) তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখো। ২+১
উত্তরঃ- তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় লিখলে পাওয়া যায় - নয় শত নিরানব্বই
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি অঙ্কে লিখলে পাওয়া যায় - ৯৯৯
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান-১৫
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাওঃ ১x৩=৩
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
১.১ পেঁয়াজ |
(ক) কুঁড়ি |
১.২ কাঁচকলা |
(খ) কান্ড |
১.৩ ফুলকপি |
(গ) রক্তাল্পতা |
|
(ঘ) বীজ |
উত্তরঃ-
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
১.১ পেঁয়াজ |
(ক) কুঁড়ি |
১.২ কাঁচকলা |
(গ) রক্তাল্পতা |
১.৩ ফুলকপি |
(ক) কুঁড়ি |
|
|
২.একটি বাক্যে উত্তর দাওঃ ১x৩=৩
২.১ লালার প্রধান কাজ কী?
উত্তরঃ- লালা খাবার হজম করতে সাহায্য করে ।
২.২ খাদ্য কাকে বলে?
উত্তরঃ- যে খেলে হজম হয় এবং আমরা শরীরে শক্তি পাই তাকেই খাদ্য বলে।
২.৩ কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো।
উত্তরঃ- কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজ হল টমেটো।
৩. একটি দুটি বাক্যে উত্তর দাওঃ ২x৩=৬
৩.১ অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না কেন?
উত্তরঃ- অনেক সময় আমরা খাবার হজম করতে পারি না তার কারণ হল - (১) বেশি খাবার খেয়ে ফেলি। (২) নষ্ট হয়ে যাওয়া খাবার খেলে।
৩.২ এমন দুটি আনাজের নাম লেখো যা মাটির নীচে হয়?
উত্তরঃ- মাটির নীচে হয় এমন দুটি আনাজের নাম হল আলু ও ওল ।
৩.৩ নিমপাতা ও মোচা খাওয়ার উপকারিতা কী কী?
উত্তরঃ- নিমপাতা খাওয়ার উপকারিতা হল দেহের চামড়ার ইনফেকশন ও ব্রণ, চুলকানি ও এলার্জি প্রতিরোধ করে।
মোচা খাওয়ার উপকারিতা হল মোচা রক্তাল্পতার সমস্যা কমায়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাওঃ ৩x১=৩
''ফল শরীরের জন্য খুব দরকারী ।'' - এ বিষয়ে তোমার মতামত লেখো।
উত্তরঃ- ফলের শাঁসে আর রসে অনেক খাদ্যশক্তি থাকে যা শরীরের জন্য খুবই দরকারী। বেশিরভাগ ফল সহজে হজম হয়। অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গুলো খুব নিস্তেজ হয়ে পড়ে। তখন শরীরে সব খাদ্য হজম করতে পারে না। তখন ফল খেলে উপকার হয়। ফল শরীরে জলের চাহিদা মেটায় এবং রোগ আটকাতেও সাহায্য করে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
স্বাস্থ্য ও শরীরশিক্ষা
পূর্ণমান-১৫
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
(ক) প্রতিদিন সু-অভ্যাস পালন করলে কী কী সুবিধা হয়? ১
উত্তরঃ- প্রতিদিন সু-অভ্যাস পালন করলে জীবনভর সুস্থ থাকা যায়।
(খ) প্রতিদিন বাড়িতে তুমি কী কী কাজ করো তার তালিকা তৈরি করো। ১
উত্তরঃ- প্রতিদিন সকালে আমি বিছানা ছেরে উঠি। হাত মুখ ধুয়ে প্রাতঃকৃত্য সেরে ফেলি। ব্রাশ দিয়ে দাঁত মাজি, যোগাসন করি। পড়তে বসি, তেল মেখে স্নান করি। বিদ্যালয়ে যাই। বিকেলে খেলাধুলার পর সন্ধ্যায় পড়তে বসি। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি।
(গ) প্রতিদিন কী অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। ১
উত্তরঃ- প্রতিদিন যোগাসন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে।
(ঘ) তুমি নিজে অনুশীলন করো এমন যেকোনো দুটি যোগাসনের নাম লেখো। ১
উত্তরঃ- আমি শলভাসন, ভুজঙ্গাসন করি।
(ঙ) স্কুলে কী কী সেখা যায়? ১
উত্তরঃ- স্কুলে শৃঙ্খলা, শিষ্টাচার, ভদ্রতা সেখা যায় এবং শিক্ষা লাভ করা যায়
(চ) কারা কারা তোমার গুরুজন লেখো। ১
উত্তরঃ- যারা আমার থেকে বড় তারা সকলেই আমার গুরুজন।
(ছ) কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। ১
উত্তরঃ- আমাদের নিজেদের বই গুছানো, জুতো সাফাই, নিজের জামা কাপড় নিজে কাচা উচিত।
(জ) কেন সময়ের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো। ১
উত্তরঃ- হাতে সময় না থাকলেও আমাদের সাবধানে সজাগ হয়ে রাস্তাঘাট চলাফেরা করতে হবে। কারণ জীবন চলে গেলে তা আর ফেরত পাওয়া যায় না।
(ঝ) খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো । ১
উত্তরঃ- খাবার ঢেকে না রাখলে সেই খাবারে ময়লা পড়ে এবং মাছি বসে, খাবার রোগের আধারে পরিণত হয়।
(ঞ) খাবার অতি নোংরা জিনিস- ব্যাখ্যা করো। ১
উত্তরঃ- থুতু থেকে যক্ষা, কাশি, নিউমোনিয়া এরকম অনেক রোগ ছড়ায়।
(ট) প্রতিদিন শোয়ার আগে কী কী করতে হবে। ১
উত্তরঃ- প্রত্যেকদিন শোয়ার আগে আমাদের মশারি টাঙিয়ে নিতে হবে।
(ঠ) খেলাধুলা করলে আমাদের কী কী উপকার হয় তা লেখো । ২
উত্তরঃ- খেলাধুলা করলে আমাদের দেহ সুঠাম ও সুগঠিত হয়, দেহ মনে প্রশান্তি পাওয়া যায়।
(ণ) আমাদের কী কী খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো। ২
উত্তরঃ- আমাদের যেসব খাদ্য অত্যন্ত প্রয়োজনীয় তা নিম্নরূপ -
বিট, গাজর, ফুলকপি, লাউ, কুমড়ো, শাক সবজি এবং ফল।
Class (IV ) All Lesson -
<< English>>
🌸👉Lesson 1 : Why is the sky so high?👈🌸
🌸👉Lesson 2: A girl in a Fair👈🌸
🌸👉 Lesson 3: Taste of Bengal👈🌸
🌸👉Lesson 5: Meeting Barre Miya👈🌸
🌸👉Lesson 6: Swadesh 👈🌸
🌸👉Lesson 9: A Profile in Kindness👈🌸