# Class-Four।।Sastho o Shorirsikha।।Model Activity task February 2022।।part-2

Songs Lyrics
0

 Class-Four।।Sastho o Shorirsikha।।Model Activity task February 2022।।part-2

 
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
চতুর্থ শ্রেণি
স্বাস্থ্য ও শরীরশিক্ষা 
পূর্ণমান-১৫

১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে '√' চিহ্ন দাওঃ    ১x৭=৭ 
(ক) কোনটি চোখের রোগ? 
(i) পাইরিয়া  (ii)  গলগন্ড   (iii)  রক্তাল্পতা   (iv)  আঞ্জনি 
উত্তরঃ- (iv)  আঞ্জনি

(খ) চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কী খেতে হবে?
(i) বেগুন ও আয়োডিনযুক্ত লবণ  (ii) লাল নটে শাক, গাজর, আম, পেঁপে (iii) ভিটাবিন-D (iv) ভিটাবিন-C 
উত্তরঃ- (ii) লাল নটে শাক, গাজর, আম, পেঁপে 

(গ) শিশুদের কৃমি হলে কী ক্ষতি হয়?
(i) রাতকানা (ii) রক্তাল্পতা (iii)মাম্পস (iv)মেদাধিক্য 
উত্তরঃ-(ii) রক্তাল্পতা  

(ঘ) চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত?
(i) ১ ফুট (ii) ১ ইঞ্চি (iii) ৩ মিটার (iv) ১ মিটার 
উত্তরঃ- (i) ১ ফুট 

(ঙ) ছোটো শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত ?
(i) বই খাতা  (ii) তির-ধনুক, গুলি ডান্ডা , জলের বোতল , (iii) তির-ধনুক, ছুরি, কাঁচি, বঁটি  (iv) টিভি ও আলমারি 
উত্তরঃ (iii) তির-ধনুক, ছুরি, কাঁচি, বঁটি 

(চ) 'পাইরিয়া' রোগটি কোন অঙ্গের রোগ ?
(i) নাক  (ii) দাঁতের মাড়ি  (iii) ত্বক  (iv) জিভ 
ত্তরঃ-  (ii) দাঁতের মাড়ি

(ছ) কী ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে ?
(i) আঘাতজনিত কারণে  (ii) অতিরিক্ত বায়ুর কারণে  (iii) সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে  (iv) সব কয়টি ক্ষেত্রে 
উত্তরঃ-  (iv) সব কয়টি ক্ষেত্রে 

২। নীচের প্রশ্নগুলির যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ       ৪x২=৮
(ক) দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো।
উত্তরঃ- ১) নিয়মিত দাঁত ও মুখগহ্বর পরিষ্কার রাখতে হবে। ২) সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে। ৩) ছাই বা গুড়াখুর দিয়ে দাঁত মাজা উচিত নয়। ৪) দুধ , ভিন্ন শাকসবজি খেতে হবে। 

(খ) ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো।
উত্তরঃ- ১) পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ও গামছা ব্যবহার করতে হবে। ২) নিয়মিত শরীরে সাবান ব্যবহার করতে হবে। ৩) নরম সুতির পোশাক ব্যবহার করতে হবে। ৪) শীতে শরীরে রোদ লাগানো উচিত ।

(গ) চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। 
উত্তরঃ- ১) কম আলোতে বই পড়া উচিত নয়। ২) দিনে ৪-৫ বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। ৩) অন্তত তিন হাত দূরে বসে টিভি দেখতে হবে। ৪) সবুজ গাছপালা ও খোলা আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
megagrid/recent