# Hs Education Suggestions ।।Hs Suggestions ।। উচ্চমাধ্যমিক সাজেশন ২০২২

Songs Lyrics
0

Hs Education Suggestions ।।Hs Suggestions ।। উচ্চমাধ্যমিক সাজেশন ২০২২  



সপ্তম অধ্যায় :

কোঠারি কমিশন (1964-66) এবং ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা


বিভাগ-ক


• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান -8)

1. কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে ‘প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম' বিষয়ে আলোচনা করো। 4+4

2. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক 4+4


সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। 4+4 6. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের 4+4


শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 3. মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের


4. বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 4+4 5. কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। 2+3+3


সুপারিশগুলি আলোচনা করো। 7. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। 4+4


বিভাগ-খ


• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান - 1)

1. বৃত্তিমূলক শিক্ষা কী?

2. A.I.C.T.E-এর পুরো কথাটি কী?

3. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক্‌-প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

4. CABE-এর পুরো নাম লেখো।

5. ECCE বলতে কী বোঝো?

6. ICDS- এর পুরো নাম লেখো।7. স্কুলগুচ্ছ বা জোট কী?

৪. কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠায় ছিল?

9. SUPW-এর পুরো নাম লেখো।

10. SUPW-এর কোন্ কমিশনে উল্লেখ আছে?

11. কোঠারি কমিশনের মতে, প্রাক্‌-প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো।

12. বৃত্তিমুখী শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো।

13. প্রাক্-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে কোঠারি কমিশন কী বলেছেন?

14. কোঠারি কমিশনের মতে, প্রাথমিক শিক্ষার সময়কাল কত?

15. কোঠারি কমিশনের মতে, নিম্ন মাধ্যমিক পর্যায়ের সময়কাল কত?

16. কোঠারি কমিশনের মতে, উচ্চতর মাধ্যমিক পর্যায়ের সময়কাল কত?

17. প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো?

18. কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র কী?

19. Cumulative Record Card কী?

20. কোঠারি কমিশনের অপর নাম কী?

21. কিন্ডার গার্টেন বিদ্যালয়ের জনক কে?




অষ্টম অধ্যায় :


1986-র জাতীয় শিক্ষানীতি ও পরবর্তী সংস্কার 1992


বিভাগ-ক


• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :(প্রশ্নমান-৪)


1. 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ ও ‘নবোদয় বিদ্যালয়’ গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে? 4+4

2. জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল সুপারিশগুলিআলোচনা করো।

3. 1986 সালের ( 1992-এ পুনর্বিবেচিত) জাতীয় শিক্ষানীতির নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও।


বিভাগ-খ


• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান -1)

1. শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো?

2. POA কী?

3. DIET- এর পুরো কথাটি কী?

4. SCERT-এর পুরো কথাটি কী?

5. স্ব-শাসিত কলেজের সুপারিশ কোন্ কমিশনে উল্লেখ করা হয়েছে?

6. 1986 খ্রিস্টাব্দে গঠিত শিক্ষানীতির নাম কী?

7. রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?


Ans: 16) কোঠারী কমিশন কত খৃষ্টাব্দে কার সভাপতিত্বে গঠিত হয়। এই কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশা, কাঠামো, পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো এবং পাঠক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশসমূহ উল্লেখ করো। • উত্তর প্রাথমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো ও পাঠক্রম সম্পর্কে কমিশনের সুপারিশসমূহ শিক্ষাকাঠামোর প্রথম থেকে অষ্টম শ্রেণি প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত। একে আরম্ভিক শিক্ষাও বলা হয়। লক্ষ্য প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্যগুলি হল— [1] শিশুর স্বাস্থ্যাভ্যাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে, যেমন—শিশুর মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা, সামাজিক সচেতনতার মনোভাব সঞ্চার করা, শিক্ষার্থীর প্রাক্ষোভিক বিকাশ ও পরিণমন, শিশুর নান্দনিক, বৌদ্ধিক ও সৃজনশীল বিকাশ প্রভৃতিতে সাহায্য করা। [2] শিশুকে পরিবেশ সম্পর্কিত বিষয়ে কৌতূহলী করে তোলা। [3] ন্যায়-অন্যায়, ভালোমন্দ, পাপপুণ্য ইত্যাদির সঠিক বিচারের জন্য নীতিবোধ গড়ে তোলা। [4] শিশুর মধ্যে পরিচ্ছন্ন চিন্তার বিকাশ ঘটানো এবং শিশুকে সঠিক ও স্পষ্ট লিখতে ও উচ্চারণ করতে সক্ষম করা। [5] নিয়মানুবর্তিতা, সংস্কারমুক্ত খোলা মন, গণতান্ত্রিক সংস্কৃতির সংরক্ষণ ও পোষণ, জাতীয় সংহতি, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করা। কাঠামো কমিশন প্রাথমিক শিক্ষান্তরকে দুটি পর্যায়ে ভাগ করার কথা বলেছে। একটি হল নিম্নপ্রাথমিক স্তর এবং অন্যটি হল উচ্চপ্রাথমিক স্তর।

শিক্ষান্তরের নাম

শ্রেণির নাম

শিক্ষার্থীর বয়স

নিম্নপ্রাথমিক স্তর

প্রথম

দ্বিতীয়

তৃতীয় 

চতুর্থ

6+ বছর

7+ বছর

 ৪+ বছর

9+ বছর

উচ্চপ্রাথমিক স্তর

পঞ্চম

ষষ্ঠ

সপ্তম

 অষ্টম

10+ বছর

11+ বছর

12+ বছর

13+ বছর




পাঠক্রম কমিশন প্রাথমিক শিক্ষাকে দুটি স্তরে বিভক্ত করেছে– [1] নিম্নপ্রাথমিক শিক্ষান্তর (প্রথম শ্রেণি থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণি) এবং [2] উচ্চপ্রাথমিক স্তর (পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি)। উভয়ের জন্যেই পৃথক পাঠক্রমের কথা উল্লেখ করা হয়েছে। [1] নিম্নপ্রাথমিক শিক্ষান্তর (I-IV or V): কমিশন নিম্নপ্রাথমিক স্তরের পাঠক্রমে নীচের বিষয়গুলির অন্তর্ভুক্তির উল্লেখ করেছে 1. ভাষা: মাতৃভাষা অথবা একটি আঞ্চলিক ভাষা। ii. গণিত: গণিতের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। ভাষা ও গণিতকে শিখনের মৌলিক দক্ষতা হিসেবে বিচার করতে হবে। iii. পরিবেশ সম্বন্ধে ধারণা III & IV-এর ক্ষেত্রে বিজ্ঞান ও সমাজবিজ্ঞান পাঠের ব্যবস্থা থাকা দরকার। iv. সৃজনশীল কাজ : শিশুদের সৃষ্টিশীলতা প্রকাশের জন্য সংগীত, কলা, নাটক ও বিভিন্ন হাতের কাজ করাতে হবে। v. কর্মশিক্ষা ও সমাজসেবা কাগজ কাটা, কার্ডবোর্ড কাটা ও ভাঁজ করা, মাটি বা প্লস্টিসিন দিয়ে মডেল তৈরি, সুতো কাটার কাজ, ছুঁচের কাজ, রান্নার কাজ, বাগান তৈরি ইত্যাদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। এই স্তরে সমাজসেবামূলক কাজের মধ্যে পড়ে ক্লাসঘর পরিষ্কার, স্কুল সাজানো ইত্যাদি। vi. স্বাস্থ্যশিক্ষা : এই স্তরে শিশুদের ভালো স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া দরকার। [2] উচ্চপ্রাথমিক শিক্ষান্তর (V-VII or VIII): উচ্চপ্রাথমিক স্তরের পাঠক্রমে কমিশনের সুপারিশগুলি হল— i. আবশ্যিক দুটি ভাষা : মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা, ii) হিন্দি অথবা ইংরেজি। iii. গণিত : প্রাথমিক স্তরে গণিতের মধ্যে পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি পড়তে হবে। iv.. বিজ্ঞান বিজ্ঞানে আগের তুলনায় আরও বেশি গুরুত্ব দিতে হবে। V শ্রেণির পাঠ্যসূচিতে থাকবে—পদার্থবিদ্যা, ভূবিদ্যা, জীবনবিজ্ঞান | VI শ্রেণির পাঠ্যসূচিতে থাকবে—পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান | VII শ্রেণির পাঠ্যসূচিতে থাকবে—পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিদ্যা। iv. সমাজবিজ্ঞান: এই স্তরে সমাজবিজ্ঞানের পাঠক্রমে থাকবে ইতিহাস, ভূগোল ও পৌরবিজ্ঞান। v. চারুকলা: চারুকলার পাঠক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল—অঙ্কন, চিত্রকলা, ভাস্কর্য (art and craft) প্রভৃতি হাতের কাজ। vi. কর্মশিক্ষা ও সমাজসেবা: এই স্তরে কর্মশিক্ষার মধ্যে রয়েছে বাঁশের কাজ, চামড়ার কাজ, মাটির কাজ, ছুঁচের কাজ, সেলাই, বাগান তৈরি, মডেল তৈরি, কৃষি খামারে কাজ ইত্যাদি। এই স্তরে বুনিয়াদি শিক্ষার অনুকরণে সমাজসেবামূলক কাজ সংগঠিত করা হবে। এ ছাড়া এই কাজগুলির জন্য বছরের একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রাখতে হবে বলেও কমিশন সুপারিশ করে। vil, শারীরশিক্ষা: এই স্তরের প্রথম দিকে ছেলে ও মেয়েদের বিভিন্ন শারীরশিক্ষার ব্যবস্থা থাকবে। শেষ 5 বছরে শিক্ষার্থীদের রুচি ও আগ্রহ অনুযায়ী খেলাধুলোর ব্যবস্থা রাখতে হবে। vill. নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা সপ্তাহে একটি অথবা দুটি পিরিয়ড এই বিষয়ের শিক্ষার জন্য Time table-এ রাখতে হবে। প্রাথমিক স্তরে বিভিন্ন নীতিগল্প বিধেয়, বিভিন্ন ধর্মের নীতিশিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষার পাঠক্রম এখানে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হল— প্রাথমিক শিক্ষার পাঠক্রম (কোঠারি কমিশন) নিম্নপ্রাথমিক শিক্ষা (প্রথম থেকে চতুর্থ শ্রেণি) উচ্চপ্রাথমিক শিক্ষা (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি) | একটি ভাষা—মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা দুটি ভাষা—মাতৃভাষা → (আঞ্চলিক) এবং হিন্দি অথবা ইংরেজি গণিত পরিবেশ পরিচিতি | সৃজনশীল কার্যাবলি সাধারণ বিজ্ঞান → প্রত্যক্ষ কর্ম-অভিজ্ঞতা ও সমাজসেবা স্বাস্থ্যশিক্ষা | সমাজ পরিচিতি (ইতিহাস, ভূগোল) চারুকলা প্রত্যক্ষ কর্ম-অভিজ্ঞতা ও সমাজসেবা শারীরশিক্ষা নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের শিক্ষা সংক্ষেপে প্রাথমিক শিক্ষার পাঠক্রম সম্পর্কে বলা যায়, এই শিক্ষা প্রাথমিক স্তরে খেলাধুলো ও শরীরচর্চার মাধ্যমে শিক্ষার্থীর দেহের সুষম বিকাশে সাহায্য করে। তাদের মধ্যে বিভিন্ন সৃজনশীল এবং উৎপাদনমূলক ক্ষমতার বিকাশ ঘটায় এবং নানা ধরনের অভিজ্ঞতামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীর মানসিকতার উন্নতি ঘটায়।



hs Education suggestion 2022,class 12

Education suggestion 2022 pdf download,2021 hs exam Education suggestion,hs Education grammar suggestion 2021,hs suggestion 2022 pdf free download,class 12 Education suggestion 2022,hs Education suggestion 2021 pdf download,class 12 Education suggestion 2021


HS Education Suggestions 2022 WBCHSE all, HS Education Suggestions 2022 answers, HS Education Suggestions 2022 class 12, HS Education Suggestions 2022 download, HS Education Suggestions 2022 free download, HS Education Suggestions 2022 in Education, HS Education Suggestions 2022 in Education, HS Education Suggestions 2022 in west bengal, HS Education Suggestions 2022 key answer, HS Education Suggestions 2022 ncert solutions, HS Education Suggestions 2022 objective, HS Education Suggestions 2022 pdf, HS Education Suggestions 2022 pdf download, HS Education Suggestions 2022 question, HS Education  Suggestions 2022 questions and answers, HS Education Suggestions 2022 wbcHSe, HS Education Suggestions 2022 west bengal, HS Education Suggestions 2022 west bengal board

HS Education Suggestions 2022


HS Education Suggestions 2022 (উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022 (২০২২) – ‘Three Questions'(Leo Tolstoy) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Education Suggestions 2022 (উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022 (২০২২) Answer গুলি আগামী West Bengal Higher Secondary Education Examination 2022 – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2022 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আপনারা যারা উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান  2022 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
megagrid/recent