# Model Activity task।।Class-Two(2)।।February 2022।। Part-2

Songs Lyrics
0

 Model Activity task।।Class-Two(2)।।February 2022 Part-2 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দ্বিতীয় শ্রেণি
পূর্ণমান -১০

সংযোগ স্থাপনের সক্ষমতা 

পূর্ণমান-১০ 

১।নীচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখোঃ ১x৩=৩  

আজ আদ্যনাথ-বাবুর কন্যার বিয়ে- তাঁর এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তাঁর ভাই সৌম্য পাটের ব্যাবসা করেন, তাঁর এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। 

(ক) শ্যামার বিয়ে কোথায় হচ্ছে ?
উত্তরঃ-শ্যমার বিয়ে হচ্ছে অহল্যাপাড়ায়।

(খ) বৈদ্যনাথের ভাইয়ের নাম কী ?

উত্তরঃ- বৈদ্যনাথের ভাইয়ের নাম সৌম্য,
ধৌম্যনাথ ও রম্যনাথ। 

(গ) পাটের ব্যাবসা কে করে ?
উত্তরঃ- বৈদ্যনাথ ও তাঁর ভাই সৌম্য পাটের ব্যাবসা করেন।

সমন্বয় সাধনে সক্ষমতা 

2. Match column A with B: ১x৩=৩ 

A

B

Hair

Yellow

Yolk

Green

Grass

Black

উত্তরঃ-

A

B

Hair

Black 

Yolk

Yellow

Grass

Green 


৩। শূণ্যস্থানে সংখ্যা বসাওঃ ১x২=২ 

উত্তরঃ 

< 

> 

< 


 মানসিক ও শারিরীক সমন্বয় সক্ষমতা 

৪। নীচে দেওয়া ছবিটি রঙ করো ও তার সম্পর্কে দুটি বাক্য লখোঃ 
 

১।আমাদের গ্রামের নাম গুমাডাঙ্গী।
২।আমাদের গ্রামের চারিপাশ গাছপালায় ঘেরা। 


মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দ্বিতীয় শ্রেণি
পূর্ণমান -১০

স্বাস্থ্য ও শারীরশিক্ষা 

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করোঃ ১x১০=১০
(ক) কাশি ও হাঁচির সময় রুমাল চাপা দিতে হবে।
(i) মুখে (ii) নাকে (iii) নাকে ও মুখে[
✓] (iv) চোখে 
উত্তরঃ- (iii) নাকে ও মুখে[✓]

(খ) পানীয় ও রান্নার জল হওয়া চাই।
(i) যে কোনো ধরনের (i) শুধু স্বচ্ছ (iii) শুধু গন্ধহীন (iv) স্বচ্ছ, গন্থহীন ও নিরাপদ[✓] 
উত্তরঃ- (iv) স্বচ্ছ, গন্থহীন ও নিরাপদ[✓] 

(গ) খাবার ঢাকা না থাকা___________।
(i) উচিৎ (ii) ক্ষতিকর নয় (iii) স্বাস্থ্যকর (iv) বিপদের[✓]
উত্তরঃ- (iv) বিপদের[✓]  

(ঘ) রান্না ও পরিবেশনের আগে অবশ্য কারে ________ নিতে হবে। 
(i) শুধু জল দিয়ে ধুয়ে নিতে হবে। (ii) হাত ভালোমতো সাবান ও জল দিয়ে ধুয়ে[✓] 
(iii) পরিষ্কার কাপড়ে হাত মুছে (iv) মাটি বা ছাই মেখে হাত ঘুরে
উত্তরঃ- (ii) হাত ভালোমতো সাবান ও জল দিয়ে ধুয়ে[✓] 


(ঙ) নিয়মিত কাপড় কাচার সাবান ব্যবহার করে _________জল দিয়ে কাপড় কাচতে হবে। 
(i) দুষিত (ii) পরিস্কার [✓]  (iii) নুন দেওয়া (iv) আগে কাপড় কাচা হয়েছে এমন 
উত্তরঃ- (ii) পরিস্কার [✓]  

(চ) শরীরে চর্মরোগের সমস্যা এড়াতে _________। 
(i) অন্যের পোশাক ব্যবহার করতে হবে (ii) যে কারোর কথামতো ওষুধ খেতে হবে (iii) মাঝে মধ্যে স্নান করতে হবে। (iv) সর্বদা নিজের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।[✓] 
উত্তরঃ-(iv) সর্বদা নিজের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।[✓]   


(ছ) বাইরে থেকে এলে অবশ্যই____________ সাবান দিয়ে ধুতে হবে।
(i) হাত ও পা [✓]  (ii) শুধু পা (iii) শুধু হাত (iv) শুধু আঙুল
উত্তরঃ- (i) হাত ও পা [✓] 

(ঝ) __________ তলার ময়লাতে কৃমির ডিম থাকতে পারে। তাই নিয়মিত নখ কাটা দরকার।
(i) নখের [✓] (ii) চুলের (iii) জিভের (iv) নাকের
উত্তরঃ- (i) নখের [✓]  

(ঞ) পড়ার উপযোগী আলো কম থাকলে__________ ক্ষতি হয়।
(i) দাঁতের (ii) কানের (iii) চোখের [✓] (iv) জিভের 
উত্তরঃ- (iii) চোখের [✓]

(ট) মুখের ভেতর যত্ন নিতে হলে___________ পরিষ্কার করতে হবে।
(i) জিভ (ii) দাঁত (iii) জিভ ও দাঁত (iv)জিভ ও মাড়িসহ মুখের ভেতরের সমস্ত অংশ[✓] 
উত্তরঃ-  (iv)জিভ ও মাড়িসহ মুখের ভেতরের সমস্ত অংশ[✓]  


তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ (পার্ট- ২) এর সমস্ত উত্তর উপরে দেওয়া হয়েছ।

 তমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ (পার্ট- ২) কেমন লাগলো কমেন্ট করে জানিও । 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
megagrid/recent