# Hs suggestions।। West Bengal Higher secondary Suggestions।।Hs Education Suggestions

Songs Lyrics
0

Hs suggestions।। West Bengal Higher secondary Suggestions।।Hs Education Suggestions


দশম অধ্যায় :


প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা


বিভাগ-ক


• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান-4)


1. ভারতে সাক্ষরতা কর্মসূচীর মূল্যায়ন করো।

2. সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো।

3. সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে-কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো।

4. সর্বশিক্ষা অভিযানের যে-কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো।

5. সর্বশিক্ষা মিশন কী? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 2+2

6. বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো।1+3

7. সর্বজনীন সাক্ষরতার পথে বিভিন্ন সমস্যাগুলি লেখো। ৪. বয়স্ক শিক্ষার সমস্যাবলী সমাধানের পন্থাগুলি বিবৃত করো।


বিভাগ-খ


• নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রশ্নমান-1)


1. সর্বজনীন শিক্ষা কাকে বলে?

2. NSS- এর পুরো নাম কী?

3. VCE- এর পুরো নাম কী?

4. বয়স্ক শিক্ষার একটি সমস্যার উল্লেখ করো।

5. বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো?

6. SSA- এর পুরো কথাটি লেখো।

7. UNESCO-এর পুরো নাম কী?

8. IGNOU-এর পুরো নাম কী?

9. NLM-এর পুরো নাম লেখো?

10. বয়স্ক শিক্ষা কাকে বলে?

11. বয়স্ক শিক্ষার যে-কোনো একটি লক্ষ্য উল্লেখ করো।

12. বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন?

13. NCERT-এর পুরো নাম লেখো।

14. সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো।


Ans: শিক্ষায় শিক্ষাপ্রযুক্তির অবদান সংক্ষেপে আলোচনা করো। [HS '15] অথবা, শিক্ষাপ্রযুক্তিবিদ্যার যে-কোনো চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। [Midnapore Collegiate School উত্তর শিক্ষায় শিক্ষাপ্রযুক্তির অবদান সামগ্রিকভাবে শিক্ষাপ্রক্রিয়ার উৎকর্ষসাধনে শিক্ষাপ্রযুক্তির গুরুত্বপূর্ণ অবদান বিশ্বের সর্বত্রই স্বীকৃত। শুধু তাই নয়, বর্তমানে শিক্ষাপ্রযুক্তি ক্রমশ শিক্ষাব্যবস্থায় অপরিহার্য হয়ে উঠছে। এখানে শিক্ষাব্যবস্থায় শিক্ষাপ্রযুক্তির অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল— [1] শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষাপ্রযুক্তি : ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে শিক্ষাপ্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে সর্বত্র কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। সেই কারণেই প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। [2] পাঠক্রম পরিকল্পনা এবং শিক্ষাপ্রযুক্তি শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত পাঠক্রম পরিকল্পনায় শিক্ষাপ্রযুক্তি সাহায্য করে। বর্তমান পাঠক্রম পরিকল্পনায় যে বিভিন্ন মডেলের কথা বলা হয় (যেমন—টাবার মডেল, লাউটন মডেল ইত্যাদি) তা শিক্ষাপ্রযুক্তির অবদান। [3] শিক্ষা-শিখন প্রক্রিয়া এবং শিক্ষাপ্রযুক্তি: শিক্ষা-শিক্ষণ প্রক্রিয়ার উৎকর্ষসাধনে শিক্ষাপ্রযুক্তির বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা দেখা যায়| নীচে এগুলি উল্লেখ করা হল— i. ব্যক্তিভিত্তিক শিক্ষণ: ব্যক্তিভিত্তিক শিক্ষণে শিক্ষাপ্রযুক্তি আবিষ্কৃত বিভিন্ন কৌশল, যেমন—প্রোগ্রামভিত্তিক শিখন, শিখন যন্ত্র, নেটওয়ার্কের মাধ্যমে জ্ঞানার্জন ইত্যাদি বিশেষভাবে সাহায্য করে। ii. শিক্ষাপ্রযুক্তি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই সহায়ক: একদিকে যেমন প্রযুক্তিভিত্তিক শিক্ষা, যথা— স্লাইড, ওভার হেড প্রোজেক্টর, ক্লোজড সার্কিট টিভি ইত্যাদির সাহায্যে উন্নতমানের পাঠদান করা যায়, তেমনই শিক্ষার্থীরাও পাঠদানের বিষয়টিকে অনুধাবন করতে এবং দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে সক্ষম হয়। iii. শিক্ষণ মডেল: বর্তমানে শিক্ষা মনস্তত্ত্ববিদগণ শিক্ষণের একাধিক মডেল উদ্ভাবন করেছেন, যেমন—এনকোয়ারি মডেল, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল ইত্যাদি। এই ধরনের মডেলের সাহায্যে পাঠদান আরও বিজ্ঞানসম্মত এবং কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। iv. শিক্ষণ দক্ষতার বিকাশ: শিক্ষা মনস্তত্ত্ববিদগণ শিক্ষাদানে কতকগুলি দক্ষতা নির্দিষ্ট করেছেন, যেমন—ব্যাখ্যাদান, প্রশ্নকরণ, উদাহরণ দান, ব্ল্যাকবোর্ডের ব্যবহার ইত্যাদি এই দক্ষতাগুলি বিকাশে যে অনুশিক্ষণ কৌশলের সাহায্য নেওয়া হয়, তা শিক্ষাপ্রযুক্তির অবদান। [4] মূল্যায়ন: মূল্যায়ন শিক্ষাপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর | এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষাপ্রযুক্তি বিশেষভাবে সাহায্য করে। যেমন—বহুবিধ প্রশ্নের (MCQ) নম্বর দান, মার্কশিট প্রস্তুত, নির্দিষ্ট ‘ওয়েবসাইটের’ (website) মাধ্যমে ফল প্রকাশ ইত্যাদি | [5] শিক্ষা প্রশাসন এবং শিক্ষাপ্রযুক্তি: বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক কর্মসূচি (যেমন—নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তার, ভরতির আবেদনপত্র, ভরতির যোগ্যতা, অর্জনকারীদের তালিকা ইত্যাদি) নির্দিষ্ট ‘ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়। [6] পাঠাগার এবং শিক্ষাপ্রযুক্তি: বর্তমানে প্রায় প্রতিটি কলেজের পাঠাগার শিক্ষাপ্রযুক্তির সাহায্য গ্রহণ করে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যেতে পারে যে, শিক্ষাক্ষেত্রে শিক্ষাপ্রযুক্তির ভূমিকা কেবলমাত্র গুরুত্বপূর্ণ নয়, ক্রমশ অপরিহার্য হয়ে উঠেছে। এই কারণেই একাদশ শিক্ষা পরিকল্পনায় বিদ্যালয়ে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি'র (ICT) ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।




শিক্ষাগত রাশিবিজ্ঞান

যে রাশিবিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিকে ব্যবহৃত হয়ে শিক্ষা প্রক্রিয়াকে কার্যকরী এবং উন্নত করে তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে।

শিক্ষা-রাশিবিজ্ঞানের উপযোগিতা

শিক্ষা-রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি নিম্নরূপ —

[1] শিক্ষামূলক তথ্যের প্রকাশ: রাশিবিজ্ঞানের সাহায্যে প্রাপ্ত শিক্ষামূলক তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীর প্রকৃত গুণ সহজভাবে প্রকাশ করা যায়। তথ্যের সংক্ষিপ্তকরণ, সুবিন্যাস ও অর্থপূর্ণ সিদ্ধান্ত গঠনের জন্য রাশিবিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়।

[2] শিক্ষামূলক তথ্যের নির্ভরযোগ্য বিশ্লেষণ: রাশিবিজ্ঞানের জ্ঞান শিক্ষামূলক তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে প্রয়োগ করলে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট স্থায়িত্ব লাভ করে এবং সিদ্ধান্ত অপেক্ষাকৃত নির্ভুল ও নির্ভরযোগ্য হয়। [3] শিক্ষামূলক তথ্যের তাৎপর্য নির্ণয়: শিক্ষামূলক তথ্যকে ব্যাখ্যা

করার জন্য আমরা সাধারণত দুটি মান ব্যবহার করি— কেন্দ্ৰীয়

প্রবণতার পরিমাপ ও বিষয়তার পরিমাপ | এরকম দুটি মান দ্বারা

আমরা শিক্ষামূলক প্রাপ্ত তথ্যের তাৎপর্য নির্ণয় করতে পারি।

[4] শিক্ষার্থীর ভবিষ্যৎ রূপরেখা নির্ণয়: আধুনিক শিক্ষা-রাশিবিজ্ঞানের সবচেয়ে বড়ো অবদান হল শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনেক নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করা। যেমন—উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার ফলাফল দেখে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্তরে কেমন সাফল্য অর্জন করতে পারবে, কিংবা তার বুদ্ধির পরিমাপ থেকে শিক্ষা বা বৃত্তিতে সে কত পরিমাণ কৃতকার্য হবে ইত্যাদি বলা যায়।

[5] শিক্ষামূলক অভীক্ষা প্রস্তুত: শিক্ষা-রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে আমরা শিক্ষামূলক অভীক্ষাগুলিকে অপেক্ষাকৃত নির্ভুলভাবে তৈরি করতে পারি। ফলে, সামগ্রিকভাবে শিক্ষামূলক মূল্যায়নের উন্নতি করা যায়।

[6] শিক্ষামূলক তথ্যের তুলনা: শিক্ষা-রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করে শিক্ষামূলক তথ্যগুলির মধ্যে তুলনা করা সম্ভব, যেমন দু-দল ছাত্রের প্রাপ্ত স্কোরের পার্থক্য তাৎপর্যপূর্ণ কি না তা রাশিবিজ্ঞানের কৌশলের সাহায্যে সঠিকভাবে বিচার করা সম্ভব। বিভিন্ন ক্ষেত্রে পরিমাপগুলিকে সম-এককে পরিবর্তন করা যায় রাশিবিজ্ঞানের

কৌশল প্রয়োগ করে। শিক্ষার্থীর অগ্রগতি নির্ধারণ: শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের একটি উদ্দেশ্য [7]

হল শিক্ষার্থীদের অগ্রগতি বা তাদের ব্যর্থতার কারণ নির্ধারণ | এই দুটি কাজ ঠিকভাবে করতে না পারলে উপযুক্ত শিক্ষা পরিকল্পনা রচনা এবং তাদের প্রয়োজনমতো উৎসাহ দান ও সংশোধনমূলক শিক্ষাব্যবস্থা গ্রহণ সম্ভব নয়।

[8] উপাদান বিশ্লেষণ: জটিল মানসিক বৈশিষ্ট্য, যেমন—বুদ্ধি, প্রবণতা প্রভৃতিতে কী কী মৌলিক মানসিক উপাদান আছে তা রাশিবিজ্ঞানের বিশেষ কৌশলের দ্বারা নির্ণয় করা সম্ভব।

[9] শিক্ষা পরিকল্পনা: শিক্ষা পরিকল্পনা করতে নানান তথ্য প্রয়োজন হয়। যেমন আগামী দিনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ইত্যাদি স্তরে কত সংখ্যক শিক্ষার্থী হতে পারে, তাদের সঠিক শিক্ষা ব্যবস্থা পরিকল্পনার জন্য কত অর্থ ব্যয় হতে পারে প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিক্ষা-রাশিবিজ্ঞানের সাহায্য অপরিহার্য।

সুতরাং রাশিবিজ্ঞানের কৌশল শিক্ষামূলক তথ্যগুলিকে অপেক্ষাকৃত সহজসরলভাবে প্রকাশ করতে সাহায্য করে। তা ছাড়া এই পদ্ধতি প্রয়োগ করে প্রাপ্ত তথ্যগুলিকে অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করা সম্ভব হয় যা দেশের সার্বিক শিক্ষা পরিকল্পনায় বিশেষভাবে প্রয়োজন।

hs Education suggestion 2022,class 12 Education suggestion 2022 pdf download,2021 hs exam Education suggestion,hs Education grammar suggestion 2021,hs suggestion 2022 pdf free download,class 12 Education suggestion 2022,hs Education suggestion 2021 pdf download,class 12 Education suggestion 2021

HS Education Suggestions 2022 WBCHSE all, HS Education Suggestions 2022 answers, HS Education Suggestions 2022 class 12, HS Education Suggestions 2022 download, HS Education Suggestions 2022 free download, HS Education Suggestions 2022 in Education, HS Education Suggestions 2022 in Education, HS Education Suggestions 2022 in west bengal, HS Education Suggestions 2022 key answer, HS Education Suggestions 2022 ncert solutions, HS Education Suggestions 2022 objective, HS Education Suggestions 2022 pdf, HS Education Suggestions 2022 pdf download, HS Education Suggestions 2022 question, HS Education  Suggestions 2022 questions and answers, HS Education Suggestions 2022 wbcHSe, HS Education Suggestions 2022 west bengal, HS Education Suggestions 2022 west bengal board

 HS Education Suggestions 2022

HS Education Suggestions 2022 (উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022 (২০২২) – ‘Three Questions'(Leo Tolstoy) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই HS Education Suggestions 2022 (উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022 (২০২২)  Answer গুলি আগামী West Bengal Higher Secondary Education Examination 2022 – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান 2022 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান  2022 পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেনতারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।   

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
megagrid/recent